বেরোবির ৬ষ্ঠ ব্যাচের ২য় বর্ষপুর্তি উদযাপন
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৩-১৪ সেশনে ভর্তিকৃত ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের ২য় বর্ষপুর্তি পালন করেছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় এক বর্নাঢ্য র্যালী বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবন-৩ এর সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় দিয়ে ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের ৬ টি অনুষদের ২১ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে কেক কেটে ২য় বর্ষপুর্তি উদযাপন করে শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান।
৬ষ্ঠ শিক্ষার্থীরা এ সময় বিশ্ববিদ্যালয়ে সামাজিক কর্মকান্ডে আরও বেশি অংশগ্রহণের দৃঢ় সংকল্প ব্যাক্ত করেন। পরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গাছের চারা লাগানো হয়।
মন্তব্য চালু নেই