বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের সাক্ষাৎকার আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের সাক্ষাৎকার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর।আজ বৃহস্পতিবার সকল বিভাগীয় প্রধান অফিসগুলোতে পাঠানো এক পত্রের মাধ্যমে এ নোটিশ প্রদান করে হলটির প্রভোস্ট মোঃ আমির শরীফ।

নোটিশ পত্রে আগামী ১৩ তারিখে ১০টি বিভাগ এবং ১৪ তারিখে অবশিষ্ট ১১ টি বিভাগের সাক্ষাৎকারের গ্রহণের কথা বলা হয়েছে।

১ম দিন দুপুর ১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,লোক প্রশাসন, ম্যানেজমেন্ট স্টাডিজ ,মার্কেটিং,একাউন্টিং এন্ড ইনফরমেশন,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, গণিত বিভাগ,উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগএবং ২য় দিন ঐ সময় বাংলা, ইংরেজি, ইতিহাস,সমাজ বিজ্ঞান, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় সঙ্গে যা আনতে হবে:১. বিশ্ববিদ্যালয়ের আইডিকার্ডের ফটোকপি ২.এসএসসি/সমমান ও এইচসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র( না থাকলে ফটোকপি সত্যায়িত করে আনতে হবে) এবং ৩.স্নাতকের সবশেষ পরীক্ষার নম্বরপত্র (পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর প্রেরিত ফলাফল শীটের ফটোকপি)।

উল্লেখ্য যে, গত ২৩ আগষ্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত হলটির আবেদন ফরম উত্তোলন ও জমাদানের প্রক্রিয়া সম্পন্ন হয়।



মন্তব্য চালু নেই