বেরোবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : উত্তরবঙ্গের মানুষের আশার প্রদীপ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের( বেরোবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।গত ১২ অক্টোবর ৯ম বছরে পদার্পণ করে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা প্রজনন ও শিশু-স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার এবং প্রথিতযশা সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। আরো উপস্থিত থাকবেন উপাচার্যের সহ-ধর্মিনীসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা, বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন, বেলা সোয়া ১১টায় আলোচনা সভা এবং বিকাল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচি সুচারুরুপে সম্পন্ন করার জন্য ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০০৮ সালের ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের কারমাইকেল কলেজের জমিতে প্রতিষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই