বেরোবির ছাত্রী হলে হিটারের আগুনে দগ্ধ এক শিক্ষার্থী
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এক শিক্ষার্থী হিটারের আগুনে দগ্ধ হয়েছে। দগ্ধ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম সাদিয়া ইরতিজ (২০)। সে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ে। সোমবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের গণরুমে থাকতেন সাদিয়া। ১১টার দিকে এই শিক্ষার্থী হিটারে রান্না করতে গেলে অসাবধানতাবশত গায়ের কাপড়ে আগুন লেগে যায়। এ সময় তাঁর চিৎকারে কক্ষের শিক্ষার্থীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হলের প্রভোস্ট ড.তুহিন ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মেডিকেলের বার্ণ ইউনিটে ঐ শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে বলে জানান হলের প্রভোস্ট।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক মারুফুল ইসলাম মুঠোফোনে বলেন, শিক্ষার্থী সাদিয়ার পিঠের ৮ শতাংশ আগুনে ঝলসে গেছে। একই সঙ্গে হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে।
সবশেষ পাওয়া খবর পর্যন্ত শিক্ষার্থীটি রমেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই