বেরোবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।ঐ দিনই ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত সকল প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
আসন্ন নির্বাচনে মোট ৯ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক এবং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. টি. জি. এম গোলাম ফিরোজ এবং প্রধান নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বদ্যিালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক এবং অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো: সামসুল হক এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-১) তাপস কুমার গোস্বামী। কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অনানুষ্ঠিকভাবে যথাক্রমে মো: আনোয়ারুল হক এবং নিখিল চন্দ্র বর্মন নির্বাচিত হয়েছেন।
অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার এবং সংগঠনটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো: শাহজাহান আলী মন্ডল এবং নির্বাচন কমিশনারের সদস্য হিসেবে রয়েছেন মেডিকেল সেন্টারের সেকশন অফিসার (গ্রেড-১)এস. এইচ. এম ইকবাল এবং প্রক্টর দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মো: শাহীদ আল মামুন।
উল্লেখ্য যে, এটা অফিসার্স অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক পূর্ণ মেয়াদের নির্বাচন।এর আগে ১ম বার্ষিক নির্বাচনটি ছিল খন্ডকালীন।
মন্তব্য চালু নেই