বেরোবিতে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ ॥ আজও ২ পরীক্ষার্থীর কারাদন্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী চলা ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ। বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর মোট ২০টি ভেন্যুতে (শিক্ষা প্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজও বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত ভ্রাম্যমান আদালত দুই পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন । জনসংযোগ দপ্তরের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।

আজ ২য় দিন বুধবার সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিটে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার তাঁর সঙ্গে ছিলেন।

এদিকে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ দিনে মোট চার পরীক্ষার্থীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।

বুধবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে অসদুপায় অবলম্বনের দায়ে কারমাইকেল কলেজ এর প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ১ম বর্ষের ছাত্র সাদ্দাম হোসেনকে দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে রংপুর নগরীর লালবাগ এলাকার মোজাম্মেল হোসেন এর পুত্র। রংপুর সরকারী কলেজ ভেন্যুতে পরীক্ষা হলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে বাইরে থেকে উত্তর নিয়ে পরীক্ষা দিচ্ছিলো সে। কক্ষ পরিদর্শকের নজরে ধরা পড়ার পর ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ডাদেশ প্রদান করেন।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ছাত্র আব্দুল আওয়ালকে দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামের মোঃ কামরুজ্জামানের পুত্র। সে মোবাইল ফোনে উত্তর সংগ্রহকালে কক্ষ পরিদর্শকের হাতে ধরাপরে।

এর আগে গত মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে প্রক্সি পরীক্ষা দিতে এসে দুইজনের কারাদন্ড হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ হাবিবুর রহমান। তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ অনুযায়ী এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মোজাম্মেল হকের পুত্র মাহফুজ ইসলামের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভেন্যুতে প্রক্সি পরীক্ষা দিতে এসে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পরে। পরে কর্তব্যরত ভ্রাম্যমান আদালত তাকে এ রায় দেন।

অপরদিকে একই ইউনিটে প্রক্সি(বদলি পরীক্ষা) পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম কক্ষ পরিদর্শকের হাতে ধরাপরে। সে লাবিব নামে এক ভর্তিচ্ছুর হয়ে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রক্সি দিতে এসেছিলো বলে জানায় ।পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫ দিনের কারাদন্ড দেন।

উপর্যুক্ত ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মেডিকেল সেন্টারের কর্মরত ডাক্তার, রংপুরের বিভাগীয় কমিশনা, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী মেজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন ভেন্যুতে দায়িত্বপালনকারী শিক্ষক-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তবে এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিল একেবারে নগন্য। কেউবা ভর্তি পরীক্ষার আবেদন করেছিল বলে দায়সারা পরীক্ষা দিয়েছে। কেউবা এসেছিল সখের বশে।গত ডিসেম্বরে অনিবাহ্য কারণবশত ভর্তি পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ প্রায় ৫ মাস পর ভর্তি পরীক্ষা হওয়াতে এবারের উপস্থিতি নগন্য হয়েছে বলে মনে করেন অনেকেই।

এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১১শ’ ৯৫ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। তবে আবেদন প্রার্থী ছিল ৯০ হাজার ৪০২ জন।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৩ মে তারিখে প্রকাশ করা হবে। ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.admission2014.brur.ac.bd) পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই