বেরোবিতে বৃহস্পতিবার ই এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃহস্পতিবারের ‘ই’ এবং ‘এফ’ ইউনিট পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।বুধবার অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ই ইউনিটে ৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ২৭৫ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়বে ৯২ জন (প্রায়) এবং এফ ইউনিটে ১২০ টি আসনেরর বিপরীতে আবেদন করেছে ৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী । এখানে প্রতি আসনে লড়বে ৪৬ জন।

দিনের চার শিফটের প্রথম দুই শিফট-সকাল ৯ টা থেকে ১০ টা এবং বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং পরের দুই শিফট-দুপুর ২ টা থেকে ৩ টা এবং বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন বিন্যাস এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(www.brur.ac.bd) থেকে পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই