বেরোবিতে বুধবার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা; পরীক্ষার্থীদের সহযোগিতা দিতে ৩০টির মতো স্টল
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)সুষ্ঠু পরিবেশ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজনেজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে দুই শিফটে বেলা সাড়ে ১২ টায় এ পরীক্ষা শেষ হয়।এতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য বসেছে ৩০ টির মতো ছোট বড় স্টল।
বুধবার তিন শিফটে সকাল ৯ টা থেকে ১০ টা, বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এতে ২৪০ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে মোট ১০ হাজার ৪১৮ জন । প্রতি আসনে লড়বে ৪৩ জন ভর্তি পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষার্থীদের নানা রকম সহায়তা দিতে প্রায় ২৫/৩০ টির মতো স্টল বসেছিলো বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে।এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকেও ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করতে একটি স্টল বসানো হয়েছে।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের জন্য সকলকে ধন্যবাদ জানান বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন এবং সি ইউনিট সমন্বয়ক মো: ফেরদৌস রহমান।
মন্তব্য চালু নেই