বেরোবিতে বাঁধন এর ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই মূলমন্ত্রকে সামনের রেখে সম্পন্ন হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘বাঁধন’ এর তিনদিনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্ক্রম। আজ সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে গত ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় কবি হেয়াত মামুদ ভবন প্রাঙ্গনে নবীণদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে বিশ্ববিদ্যালয় ‘বাঁধন’ ইউনিটের কার্যক্রম সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর উন নবী। এ সময় সংগঠনটির উপদেষ্টামন্ডলীসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন। গত ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কবি হেযাত মামুদ ভবন প্রাঙ্গনে সংগঠনটির রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর অনুষ্ঠিত কার্যক্রমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে এগিয়ে আসে নবীণসহ প্রায় ৪ শত শিক্ষার্থী। এ কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মানস রায়।

উল্লেখ্য যে, স্বেচছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ২০১৩ সালের ৯ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে । তবে আজ এর কার্যক্রম অনেক সুদূর প্রসারী।



মন্তব্য চালু নেই