বেরোবিতে ‘বাঁধন’ এর তিনদিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘একের রক্ত অন্যর জীবন,রক্তই হোক আত্মার বাধন’ স্লোগানে প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ইউনিটের তিন দিনব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে। নবাগত ৯ম ব্যাচের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলছে।
২১ মার্চ থেকে ২৩ মার্চ- পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান সংগঠনটির সেক্রেটারি আজমল হোসেন বাপ্পী।
মঙ্গলবার সকাল ১০ টায় কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্বাবদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি ড.আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।
বাঁধনের বেরোবি ইউনিট সভাপতি তাওহীদ বারী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী মাজহারুল আনোয়ার ,ড. পরিমল চন্দ্র বর্মণ ,তরিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান,তাবিউর রহমান প্রধান এবং বাঁধনের সাধারণ সম্পাদক বাপ্পী সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বেরোবি শিক্ষক সমিতি সভাপতি এ কাজকে মহৎ বলে উল্লেখ করেন এবং জীবন বাঁচাতে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে আহব্বান জানান।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর এর অগ্রযাত্রা শুরু হয়।
মন্তব্য চালু নেই