বেরোবিতে দুটি স্থাপনার উদ্বোধন বুধবার
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : চারবারের মত তারিখ স্থগিতের পর অবশেষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুটি নতুন স্থাপনার কাজের উদ্বোধন আগামী ৪ঠা জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার এক মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থাপনা দুটি হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য অত্যাধুনিক মানের আবাসিক শেখ হাসিনা হল(প্রস্তাবিত) এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট ।
আগামী ৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, দুটি স্থাপনার কাজের উদ্বোধন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০ টায় মুল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২৪ ডিসেম্বর এ দুটি স্থাপনার অনুষ্ঠান হঠাৎ করেই স্থগিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মন্তব্য চালু নেই