বেরোবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু ১৯ জুন থেকে

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৯ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এ সম্পর্কিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয় আগামী ১৯ জুন (রবিবার) থেকে ২৭ জুন (সোমবার) একাডেমিক এবং ২০ জুন থেকে ২৬ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শহীদ মুখতার ইলাহী এবং মেয়েদের হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খোলা থাকবে বলে জানিয়েছেন স্ব স্ব হলের প্রভোস্টগণ।

উল্লেখ্য যে, প্রথম দিকে গ্রীষ্মকালীন ছুটি ১৬ জুন থেকে ২৬ জুন থাকলেও পরবর্তী সময়ে এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন ছুটি ঘোষণা করা হয়।



মন্তব্য চালু নেই