বেরোবিতে গ্রীষ্মকালীন অবকাশ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)আগামী ১১জুন থেকে ২১জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে শিক্ষক সমিতির যুগপদ আন্দোলনে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের সেশনজট নিরসনে শিক্ষার বিষয়টিকে বিবেচনা করে এ অবকাশ বাতিল করা হয়েছে বলে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোরশেদ উল আলম রনি আজ এক মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।
রেজিস্ট্রার আরো বলেন,আগামী ১৪ জুন নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য যে,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাঁদের দাবি সহ শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিদের দাবি আদায়ে ১ নভেম্বর থেকে আন্দোলনের সূচনা করে।এক পর্যায়ে সকলের দাবি আদায়ের যথোপযুক্ত আশ্বাস না পেয়ে ডিসেম্বরে ‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে উপাচার্য ড.এ কে এম নূর উন নবীর অপসারণ চায় আন্দোলনকারিরা।

দীর্ঘ প্রায় ৫মাস আন্দোলন চলার পর ২০১৪-১৫ইং শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ২২ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে বিশ্ববিদ্যালয় খুলে দেয় বেরোবি প্রশাসন।গত ৫ ও ৬ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই