বেরোবিতে অবশেষে সেই দুটি বাসের উদ্বোধন
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)উপাচার্যের বাসভবনে ফেলা রাখা সাদা দুটি বাসের উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির মুখে উদ্বোধন করা বাস দুটির একটি হলো শিক্ষার্থীদের অপরটি কর্মচারিদের। দীর্ঘ প্রতিক্ষার পর মঙ্গলবার সকাল ১১ টার দিকে ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস দু’টির চলাচলের উদ্বোধন করেনে ।
এর আগে উপাচার্যের বাসভবনে প্রায় চার মাস ধরে বাসদুটো পড়ে থাকলে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারির তুমুল সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন
উদ্বোধন করা বাস দুটোর একটি কর্মচারীদের যাতায়াতের জন্য ও ছাত্রছাত্রীদের জন্য অপর বাসটি নগরীর নির্ধারিত রুটে চলাচল করবে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চুক্তিভিত্তিক) মুহাম্মদ ইব্রাহীম কবীর, নব নির্বাচিত প্রক্টর মীর তামামন্না ছিদ্দিকা, সাবেক প্রক্টর (চলতি দায়িত্বের) শাহীনুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, কেন্দ্রীয় মসজিদের ইমাম রকিব উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা এবং কর্মচারি।
দীর্ঘ প্রতিক্ষার পর বাসদুটোর উদ্বোধন হওয়ায় শিক্ষার্থী ও কর্মচারিদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। এ প্রসঙ্গে এক কর্মচারি বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো আমাদের । এই প্রথম আমরা বাস পেলাম।দীর্ঘ তিন বছর ধরে বেতন দিয়ে আসছিলাম পরিবহন সেবার জন্য।আজ নতুন বাস পাওয়ায় ভালই লাগছে।
মঙ্গলবার বিকেলে বাস দুটো নির্ধারিত রুটে চলাচল করবে বলে জানিয়েছেন পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মতর্কা মো: আলী হাসান।
উল্লেখ্য, যে, প্রায় চারমাস আগে বাস দুটো কেনা হলেও নানা কারণে তা উদ্বোধন করা হয়নি।এই প্রথম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মচারিদের জন্য একটি বাসের উদ্বোধন করলো।
মন্তব্য চালু নেই