বেনাপোল সীমান্তে ৬শ কেজি ইলিশ ও ফেন্সিডিল উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬শ কেজি ইলিশ ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে মাছ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪ টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ২৫০ বোতল ফেন্সিডিল এবং সকাল ৭ টার দিকে আমড়াখালি বিজিবি চেকপোষ্ট থেকে একটি নসিমন বোঝাই ৬শ কেজি ইলিশ উদ্ধার করা হয়। এসয় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত ইলিশ মাছ ও ফেন্সিডিল যথাক্রমে বেনাপোল কাস্টমস শাখায় এবং বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে আটককৃত ফেন্সিডিল ও ইলিশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই