লাশ ইছামতি নদীতে

বেনাপোল সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি গরু রাখালের মৃত্যু

বেনাপোলের পুটখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র অমানবিক নির্যাতনে সিরাজুল ইসলাম ( ৪০ ) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। সিরাজুলের সহযোগী কয়েকজন গরু রাখাল জানায়, রাতে সিরাজুলসহ কয়েকজন ভারতে এক সাথে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় পুটখালি সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় পালানোর চেষ্টাকালে বিএসএফ সদস্যরা সিরাজুলকে ধরে ভারতের আংরাইল ক্যাম্পে নিয়ে যায় এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। সেখানে বিএসএফ সদস্যরা সিরাজুলের উপর দফায় দফায় নির্যাতন চালায়। শাররিক নির্যাতনে এক পর্যায়ে সিরাজুলের মৃত্যু হলে তার লাশ ইছামতি নদীতে ফেলে দেয়। সিরাজুলের সহযোগীরা ফিরে এসে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের জানালে তারা নদী থেকে তার লাশ উদ্ধার করে। ২৩ বিজিবির সিও লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নির্যাতনের শিকার হয়ে সিরাজুলের মৃত্যু হয়েছে। তবে এটা যে বিএসএফ সদস্যরা করেছে তার সুনির্দিষ্ট কোন তথ্য প্রমানাদি আমাদের কাছে নেই। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজুলের শরিরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই