বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি ও বোমা উদ্ধার
বেনাপোলর অগ্রভুলোট সীমান্তের একটি পরিতাক্ত বাড়ি থেকে দূর্বত্তদের ফেলে যাওয়া ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১০টি তাজা বোমা ও দেশীয় তৈরী ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার ভোর ৫ টায় এসব উদ্ধার হয়। এ ব্যাপারে ২৩ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানায়, দূর্বত্তরা নাশকতা ঘটানোর জন্য ভারত সীমান্ত সংলগ্ন অগ্রভুলোট গ্রামের একটি বাড়িতে বসে পরিকল্পনা করছিল। গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পিস্তল, গুলি, বোমা ও ধারালো অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে এসব জব্দ করে।
মন্তব্য চালু নেই