বেনাপোলে ৭ লাখ হুন্ডি’র টাকা সহ হুন্ডি ব্যবসায়ী আটক
বেনাপোল কোম্পানী সদরের টহল বিজিবি সদস্যরা রোববার বিকেলে পুটখালির শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ হুন্ডির টাকা সহ আব্দুস সালাম (৩৫) নামে, এক হুন্ডি’ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সালাম বেনাপোলের পুটখালি ইউনিয়নের খলশী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
যশোর ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আইযুব আলী সরকার জানান, আমাদের কাছে একটি গোপন সংবাদ আসে ভারত থেকে হুন্ডি’র টাকা নিয়ে একজন হুন্ডি ব্যবসায়ী পুটখালী সীমান্ত পার হয়ে বেনাপোলের দিকে আসছে।এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের শিকড়ী বটতলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১টি মোটরসাইকেল ও নগদ ৭ লাখ টাকাসহ আব্দুস সালামকে আটক করা হয়। আটক সালামকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা।এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে ।
মন্তব্য চালু নেই