বেনাপোলে ৭৫ ভরি স্বর্ণসহ ২ চোরাচালানি আটক
বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে ৭৫ ভরি সোনার বারসহ ২ জন স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়। ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মতিউর রহমান সাংবাদিকদের জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বেনাপোল চেকপোষ্ট এলাকায় অভিযান চালালে ৭৫ ভরি ওজনের ৫টি সোনার বারসহ উত্তম মন্ডল ( ৩২ ) ও জসিম উদ্দিন ( ৩৪ ) নামে ২ জন স্বর্ণ চোরাচালানিকে আটক করা হয়। আটক উত্তম মন্ডল যশোর অভয়নগর উপজেলার গাজিপুর এলাকার অনিল মন্ডল ও জসিম উদ্দিন একই গ্রামের মোজাম উদ্দিনের ছেলে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই