বেনাপোলে বিনামূল্যে ক্যান্সারের সেবা প্রদান করবে ভারত

প্রেসক্লাব বেনাপোল ও হোটেল পোর্ট ভিউ ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে বেনাপোল পৌর সভায় আগামী ২১ শে আগষ্ট শুক্রবার দিনব্যাপি বিনামূল্যে জটিল কঠিন টিউমার ও ক্যান্সার রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন ভারতের প্রখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞরা। অসহায় দরিদ্র ক্যান্সার রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এই সেবা গ্রহনে আগ্রহীদের আগামী ২০ আগষ্টের মধ্যে প্রেসক্লাব বেনাপোলে (হোটেল পোর্ট ভিউ ইন্টারন্যাশনাল এর ৩য় তলা) যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে। আগামী ২১ তারিখে ২২ সদস্যের ভারতীয় এই ক্যান্সার বিশেষজ্ঞদল ভারত থেকে সড়ক পথে প্রেসক্লাব বেনাপোলে এসে পৌঁছাবেন।

প্রেস ক্লাব সভাপতি মহসিন মিলন , মোবা-০১৭১১-৮২০৩৯৪ ও বকুল মাহবুব, মোবা-০১৭১১১৪৩৬৩৩ বরাবরে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।

ক্যান্সার বিশেষজ্ঞ দলটি আগামী ২২ আগষ্ট সাতক্ষীরা,২৩ আগষ্ট খুলনা চেম্বার অব কমার্সে ও ২৪ আগষ্ট বাগেরহাটে ও বিনামূল্যে রোগী দেখবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই