বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে ১০ পিচ সোনার বার সহ আটক ১
বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে আজ শনিবার সকালে ১০ পিচ সোনার বার সহ তৌহিদুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশী সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি গ্রামের আ: সাওারের ছেলে।
২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জানান, সকালের দিকে তৌহিদুল জুতার মধ্যে ফিটিং অবস্থায় বিপুল পরিমান সোনার বার পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশী করে ১০০ ভরি ওজনের ১০ পিচ সোনার বার সহ তাকে আটক করে।
আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়। তৌহিদুল দীর্ঘ দিন ধরে তার জুতার মোজার মধ্যে সোনার বার ফিটিং করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে আসছিল।
বিজিবি সদস্যরা তাকে জিঞাসাবাদ করলে সে জানায় অর্থের বিনিময়ে সে সোনা গুলো ভারতে পাচার করছিল। তেীহিদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
মন্তব্য চালু নেই