জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের পরিদর্শন
বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের সমস্যা সমাধানের আশ্বাস
জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ডঃ কামাল আবদুল নাসের চৌধুরী পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ পরিদর্শনকালে স্মৃতি কেন্দ্রের যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এসময় তিনি বেগম রোকেয়ার বস্তুভিটা, স্মৃতি কেন্দ্রের বিভিন্ন অবকাঠামো, রোকেয়া গনকেন্দ্র পাঠাগার পরিদর্শন করেছেন। এছাড়া তিনি দয়ারদান নার্সারীর সৌজন্যে দেয়া হাড়িভাঙ্গা নামের আমের চারা রোপন করেন স্মৃতি কেন্দ্রে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, রংপুর বিভাগীয় কমিশনার দেলোয়ার বখ্ত, জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ প্রমুখ।
মন্তব্য চালু নেই