বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে থাকছেনা ইলিশ

এইচ এম নুর আলম , বেরোবি প্রতিনিধি: পহেলা বৈশাখে ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ষবরণ আয়োজনে ইলিশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোহাম্মাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বর্ষবরণ আয়োজনে ইলিশ নিষিদ্ধ করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী বলেন, ‘পহেলা বৈশাখের সাথে ইলিশের কোন সম্পর্ক নেই। পহেলা বৈশাখে ইলিশ নয় বরং নুন-পান্তা-তেল-মরিচই­ উপযুক্ত খাবার। সাথে ভর্তা বা ডিম ভাজিই যথেষ্ঠ হতে পারে। তাছাড়া ইলিশ প্রজননের এই সময়ে বাঙ্গালী উৎসবের নামে ইলিশ উৎসব করা হলে সাগরে ইলিশের সংখ্যা কমে যাবে।



মন্তব্য চালু নেই