বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) চলতি মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ক্যাম্পাসে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদদ), উপাচার্যের সহধর্মিনী মিসেস গুলনাহার নবী, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের সহকারী পরিচালক আব্দুস সামাদ প্রধান, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো’র রিজিওনাল ম্যানেজার ফেরদৌস করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সংগঠন ‘সবুজের পথে’ এর সদস্যবৃন্দ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)এর নেতৃবৃন্দ।
এসময় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সকলকে বৃক্ষরোপন কার্যক্রমে অংশ গ্রহন ও বৃক্ষের প্রতি যত্মবান হওয়ার আহবান জানান উপাচার্য।
এবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসে অন্তত দুই হাজার ফলজ, বনজ এবং ওষুধী গাছ লাগানো হচ্ছে।এই গাছগুলোর মধ্যে রয়েছে এন্ট্রি কড়াই,মেহগনি,আকাশমনি.দেবদাড়–,কৃষ্ঞচূড়া সহ নাম না জানা আরো অনেক।
মন্তব্য চালু নেই