বেগমগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার সফি উল্যা মাষ্টারের পুকুর থেকে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই পৌরসভার গনিপুর গ্রামের সফি উল্যা মাষ্ঠারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের সাইদুল হকের ছেলে। বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, নিহত আনোয়ার হোসেন গত ২ দিন যাবত নিঁেখাজ ছিলো।

সোমবার বিকালে স্থানীয় লোকজন সফি উল্যা মাষ্ঠারের বাড়ির পুুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।



মন্তব্য চালু নেই