বেগমগঞ্জে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
এম.এ.আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই হাবিব উল্যা বড় ভাই মোমিন উল্যাকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মোমিন উল্যা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের খান বাড়ির নুরুল হকের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গোপালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে পারিবারিবক একটি জমি নিয়ে বড় ভাই মোমিন উল্যার সাথে ছোট ভাই হাবিব উল্যার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে পুনরায় ওই জমি নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয। পরে বাকবিতন্ডার একপর্যায়ে ছোট হাবিব বড় ভাই মোমিনের মাথায় কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় মোমিনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
মন্তব্য চালু নেই