বেগমগঞ্জে আগুনে পুঁড়েছে ৯ দোকান
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৯টি দোকানের মূল্যবান মালামাল পুঁড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। সোমবার দিবাগত রাত (১৩ ডিসেম্বর) আড়াইটার দিকে মুরাদপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার পর রাত আড়াইটার দিকে হঠাৎ করে বাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগে আগুনে বাজারে ছড়িয়ে পড়লে ৬টি দোকানের সম্পূর্ণ ও ৩টি দোকানের মালামাল আংশিক পুঁড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাজী নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
মন্তব্য চালু নেই