বৃহস্পতিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলা করেছে। এ মামলার প্রতিবাদে জেলা বিএনপি যশোর জেলাব্যাপী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে যশোর শহরের দুটি স্থানে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা। একটি গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার আগুনে দগ্ধ হয়।

এ ঘটনায় কোতয়ালী থানার এসআই শাহিনুর রহমান বাদী হয়ে এ মামলা দুটি করেন। এ মামলার প্রতিবাদে জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীরা বুধবার রাতে শহরের বিক্ষোভ মিছিল করে। এ সময় শহরের কয়েক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে কোথাও কোন হতহতের ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই