বৃষ্টি ভেজা গানে বলিউড নায়িকারা (ভিডিও)

গানের দৃশ্যে বৃষ্টির পানিতে ভিজে বলিউডের নায়িকারা দর্শকদের হৃদয়ে আকর্ষণের ঝড় তুলবে, এটা বলিউডে পঞ্চাশ দশক থেকেই চলে আসছে। সেই ধারাবাহিকতায় বলিউডের বর্তমান নায়িকারাও চরিত্রের প্রয়োজনে বৃষ্টির গানে ছড়াচ্ছেন আবেদন। এ রকম কিছু জনপ্রিয় বৃষ্টি ভেজা গান সম্পর্কে জেনে নিন এবার।

মিস্টার ইন্ডিয়া: মিস্টার ইন্ডিয়া সিনেমা যারা দেখেছেন তারা শ্রীদেবীর ওই রূপ ভুলবেন কী করে! অদেখা অজানা এক মানুষের প্রেমে পাগল সে। তাই ডেটিংয়ের প্রথম দিনে অপেক্ষা করতে করতে নেমে আসে বৃষ্টি। আর এই বারিধারায় ভিজতে ভিজতে নাচতে থাকেন শ্রীদেবী। ‘কাটে নেহি কাটতে’- এই গানে তার তীব্র সন্মোহন এখনো বলিউডের অন্যতম আলোচ্য বিষয়।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=P0TDpM7mFAY

মোহরা: ‘টিপ টিপ বর্ষা পানি’ গানের সঙ্গে নাচের ছন্দে মোহরা সিনেমায় দর্শকদের মাত করে দিয়েছিলেন নব্বই দশকের হট ডিভা রবিনা ট্যান্ডান। এখানেও প্রেমিকের অপেক্ষায় বৃষ্টি চলে আসায় ময়ূরীর মত নেচে ওঠেন রবিনা।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Qid6akj2bB4

কুছ কুছ হোতা হ্যায়: গাঢ় অন্ধকার বৃষ্টির ঝম ঝম শব্দে নাচের ছন্দে অঞ্জলি ফিরে পায় তার হারিয়ে যাওয়া ভালবাসাকে। বৃষ্টি মুখর রাতে পিয়ানোর আওয়াজে কাজল-শাহরুখের ডুয়েট একেবারে জমে ক্ষীর। কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় সিক্ত লাল শাড়িতে সকলের নজর কেড়েছিলেন কাজল।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=QNsGHZFHCWU

হাম তুম: ভাল মেয়ের ইমেজ ছেড়ে হাম তুম সিনেমার পর্দায় ঝড় তোলেন রানী। ভেজা শাড়িতে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন তিনি। হাম তুম সিনেমার গানে দুই বন্ধু বৃষ্টিতে ভিজতে ভিজতে আবিস্কার করেন তাদের মধ্যকার প্রেমকে।

দে দনাদন: এই সিনেমাটিতে বৃষ্টি ভেজা গানে ক্যাটরিনা কাইফ বেশ সাড়া ফেলেছিল। বলিউডের খিলাড়ির সঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে ‘আ গালে লাগ যা’ গানে ক্যাটরিনার রোমান্স দর্শকদের মন কেড়ে নিয়েছিল।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ni_NUODzHRc



মন্তব্য চালু নেই