বৃষ্টি ছাড়াই ভিজলেন নুসরাত ফারিয়া (ভিডিও)
‘তোর আশিকি’, ‘মেয়েদের মন বোঝে’ গানের আমেজ এখনো ফুরোয়নি। এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে আরো একটি ভিডিও গান। ‘বৃষ্টি ভেজা’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন সাদেব হাশমী। সংগীত পরিচলনায় ছিলেন সানভি।
বৃহস্পতিবার সন্ধ্যায় পর থেকেই ভালোই সাড়া ফেলেছে গানটি। এখন পর্যন্ত প্রায় সতের হাজার ভিউ হয়েছে। গানটির বেশিরভাগ দৃশ্যই শুটিং হয়েছে স্কটল্যান্ডে। এর আগে ‘মেয়েদেন মন বোঝে’ গানটির ভিউয়ার ছিল প্রায় সোয়া তিনলাখ। ‘তোর আশিকি’ ছুয়েছিল সাড়ে তিন লাখের কোঠা।
বাংলাদেশ-ভারত যৌথ ‘আশিকি’ সিনেমাটি পরিচালনা করেন আবদুল আজিজ ও কলকাতার অশোক পতি। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে।
‘বৃষ্টি ভেজা’ গানের ভিডিও…
মন্তব্য চালু নেই