বৃষ্টিভেজা শরীরে বলিউড সুন্দরীরা (ভিডিওতে দেখুন)
বর্ষার সঙ্গে মানুষের মনের একটি গভীর সম্পর্ক রয়েছে। এ যেন অগোচরেই মনকে নাড়িয়ে দেয়। আকাশে মেঘের আনাগোনা, মেঘের ডাক, বিদ্যুতের ঝলকানি রোমান্স-পিপাসু মনে শিহরণ জাগায়। আর সেই শাওন-ধারা ব্যবহৃত হয়েছে বলিউডের বিভিন্ন ছবিতে। এসব চলচ্চিত্রের কিছু ভিডিও নিয়েই এই প্রতিবেদন।
১৯৯০-এর দশকে বলিউডের হট ডিভা রবিনা ত্যান্ডন সি-থ্রু হলুদ শাড়িতে মোহরা সিনেমায় টিপটিপ বরষা পানি গানে নৃত্যের ছন্দে কাঁপন ধরিয়ে ছিলেন রূপালি পর্দায়।
দে দনাদন সিনেমায় হলুদ-রঙের বন্যায় ভাসিয়ে উচ্ছ্বলতার নতুন মাত্রা যোগ করেছিলেন ক্যাটরিনা কাইফ।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=6le8ivPa33g
পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে রানি মুখার্জি হাম তুম সিনেমায় ভেজা শাড়িতে মাতন এনেছিলেন।
কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় কাজলের সিক্ত বসন নজর কেড়েছিল দর্শকদের।
মিস্টার ইন্ডিয়া যারাই দেখেছেন তারা শ্রীদেবীর সেই রূপ ভুলবেন কী করে! কাটে নেহি কাট-তে গানে তার তীব্র সম্মোহন এখনও বলিউডের অন্যতম আলোচ্য বিষয়।
মন্তব্য চালু নেই