বৃষ্টিতেই আশার সমাধি?
আশার রেণুরা উড়ে যাচ্ছে মূলত চতুর্থ দিন থেকে। একটা বলও যে মাটিতে পড়তে দিল না ওই বেরসিক বৃষ্টি। শেষ দিন যে বা যারা ‘মুস্তাফিজ-নাটক’ দেখার অপেক্ষায় ছিলেন, তাদের শেষ আশার সমাধিও হতে যাচ্ছে শেষ দিনের বৃষ্টিতে। রাতে ঝুম বৃষ্টিতে খেলোয়াড়রা হোটেলে নকশি কাঁথা শরীরে জড়িয়ে ঘুমিয়েছেন। সকালেও আবহাওয়া একই রকম থাকায় কারো ঘুম ভাঙবে বলে মনে হচ্ছে না!
গতকাল ইমরুল বলে গেছেন, পঞ্চম দিন বৃষ্টির বাধা না এলে অতিথিদের অলআউট করে আবার ব্যাটিংয়ের চেষ্টা করবেন তারা। বেচারা ইমরুল!
এখনও ১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তাই বিপদ যা হওয়ার তা হওয়ার কথা ছিল সফরকারীদের।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রান তোলার পর বাংলাদেশ ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয়। আমলারা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ করে তৃতীয় দিন শেষ করেছিলেন।
মন্তব্য চালু নেই