বৃদ্ধা মাকে পেটানোর ফল হাতেনাতে পেলেন ছেলে-বউমা
বাড়ি দখল নিতে বৃদ্ধা মাকে পেটাল ছেলে ও বউমা। দীর্ঘদিন ধরেই চলছিল অত্যাচার। বাড়ি দখল নিতে বৃদ্ধা মাকে পেটানোর অভিযোগে গ্রেফতার হল ছেলে ও বউমা। সল্টলেকের সুকান্তনগরের বাসিন্দা আশিস সরকার ও তাঁর স্ত্রী মুন সরকারের বিরুদ্ধে অভিযোগ, রবিবার সকাল বেলায় আশিসের মা প্রমীলা সরকারের উপরে চড়াও হয় ছেলে ও বউমা।
৭৬ বছর বয়সি প্রমীলাদেবীর অভিযোগ, তাঁর ঘুম ভাঙতেই তাঁর ছেলে ও বউমা তাঁকে লাঠি ও লোহার রড দিয়ে আক্রমণ করে। মাকে বাঁচাতে মেয়ে ও জামাই ছুটে আসলে রেহাই পাননি তাঁরাও। তাঁদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
মূলত সুকান্তনগরের বাড়িটি হাতানোর জন্য এর আগেও এই ধরনের অত্যাচার চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রমিলাদেবী। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করল মুন ও আশিসকে।-এবেলা
মন্তব্য চালু নেই