বৃদ্ধাকে যৌন নিগ্রহ করে যুবকের ১০০ বছরের কারাদণ্ড
৮৯ বছরের এক বৃদ্ধার শ্লীলতাহানি ও সেই সঙ্গে ডাকাতির অপরাধে এক যুবককে ১০০ বছর জেলের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্রের একটি আদালত।
জানা গেছে, ২৩ বছরের শিকাগোর বাসিন্দা টেভিন রাইনে নামের ওই যুবক ২০১৫ সালের ১ জানুয়ারি ওই বৃদ্ধার বাড়িতে জোর করে প্রবেশ করে। তারপর বন্দুক দেখিয়ে ওই বৃদ্ধাকে যৌন নিগ্রহ করে ওই যুবক। এছাড়াও তাকে জোর করে একটি এটিএমে নিয়ে গিয়ে তার সব টাকা কেড়ে নেয়।
এই অপরাধে বিচারপতি ব্রায়ান টেলানডের আদালত ওই যুবককে ১০০ বছরে কারাদণ্ডে দণ্ডিত করে। এর মধ্যে ৬০ বছরের সাজা যৌন নিগ্রহের জন্য ফৌজদারি ধারায় ও ৪০ বছরের সাজা ডাকাতির জন্য দেওয়া হয়েছে। যদিও দোষী টেভিন রাইনের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের পুনর্বিচারের আবেদন জানানো হবে।
রায় ঘোষণার পরে নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছে ওই যুবক। তার বক্তব্য, ওই ঘটনা ঘটিয়েছে অন্য এক ব্যক্তি। তাকে ফাঁসানো হয়েছে। যদিও তার এই দাবিকে খারিজ করে প্রশাসন জানিয়েছিল যে, ঘটনাস্থলে যে বন্দুক পাওয়া গেছে সেটিতে ওই যুবক ও আক্রান্ত বৃদ্ধার ডিএনএ পাওয়া গেছে।
মন্তব্য চালু নেই