বুধবার ঢাকায় আসছেন ইরফান খান
‘ডুব’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ১৬ মার্চ সকালে ঢাকায় আসছেন ভারতীয় ছবির জনপ্রিয় অভিনেতা ইরফান খান। যদিও আজ ১৫ মার্চ ঢাকায় আসার কথা ছিল তার। এদিকে ২০ মার্চ থেকে ঢাকাতেই ‘ডুব’ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন ইরফান খান। ছবির প্রথম অংশের কাজ শেষ হবে এপ্রিল মাসের ১০ তারিখে।‘ এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘১৯ মার্চ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছবির প্রযোজক ও অভিনয়শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করব। সেখানেই ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’ ‘ডুব’ ছবিতে ইরফান খান ছাড়াও অভিনয় করবেন পার্নো মিত্র, অশোক ধনুকা এবং বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং। ছবির গল্প অনেকটাই এমন, দুটি পরিবারের উত্থান-পতনের গল্প।পরিবারের প্রধান মানুষটি মারা যাওয়ার পর দুই পরিবারই বুঝতে পারে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন কতটা দৃঢ়। মৃত্যু সব সময় দূরে নিয়ে যায় না, কাছেও আনে।
মন্তব্য চালু নেই