বুদ্ধিজীবী হত্যার দোসররা এখনও সক্রিয়

বুদ্ধিজীবী হত্যায় জড়িত ও যুদ্ধাপরাধীদের বিচার ও রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক লীগ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর এবং বুদ্ধিজীবী দিবস পালন-২০১৪’ উপলক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তারাই দেশে অপরাজনীতির ধারক-বাহক। তাদের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।’

বিচার দ্রুত সম্পন্ন ও রায় কার্যকর করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘দুঃখজনক হলেও স্বাধীনতার ৪৩ বছর পর রাজাকারদের বিচার শুরু হয়েছে। এখন এ বিচার দ্রুত শেষ করার পাশাপাশি রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। আর এ দায়িত্ব অবশ্যই সরকারকে পালন করতে হবে।’

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ।



মন্তব্য চালু নেই