বুক ভরা কষ্ট নিয়ে দেশে ফিরছেন তারা

বুক ভরা কষ্ট নিয়ে দেশে ফিরছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক সৌরভ। অতঃপর দেশে ফেরার সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন আগেই। ক্রাইস্টচার্চ টেস্টই সফরের শেষ ম্যাচ। অতএব ফেরা ছাড়া আর কোনো গত্যন্তর নেই।

তাই আজ শনিবার বিমানে উঠেছেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং মমিনুল হক। এক দিন পর রবিবার বিমানে উঠবেন ইমরুল কায়েস।
ওয়েলিংটনে চোটের মিছিল শুরু হয়েছিল বাংলাদেশ দলে।

আরও নিখুতভাবে বললে প্রথম ওয়ানডে থেকেই মুশফিককে দিয়ে শুরু হয় ইনজুরির মিছিল। টি-টোয়েন্টি সিরিজেও চোট পেয়েছিলেন তামিম আর ইমরুল। শেষ টি-টোয়েন্টিতে ডান হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়ে অধিনায়ক মাশরাফির।

তামিমকে ব্যাথা নিয়েই খেলার নির্দেশ দেওয়া হয় বিকল্প ছিল না বলে। আর মুশফিক-ইমরুল মাঠে ফিরলেও ওয়েলিংটন টেস্টে তাদের হাসপাতালে পাঠায় কিউই বোলাররা।

আপাতত বিশ্রামেই থাকবেন ইনজুরি আক্রান্তরা। এরপর ডাক্তার-ফিজিওদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তাদের। আশা করা যাচ্ছে ভারতে টেস্ট সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন সবাই।



মন্তব্য চালু নেই