বুকের পাটা আছে বটে : ছাগলের ভয়ে পালালো ষাড়! (ভিডিও)

বুকের পাটা আছে বলতে হবে। নইলে অতবড় ষাড়টিকে দেখেই তো তার ভয়ে রাস্তা ছেড়ে দেয়ার কথা। তার বদলে সে কিনা গরুটার সঙ্গে গুতোগুতি করতে শুরু করলো।
প্রথমদিকে অবশ্য ক্ষুদে ছাগলটিকে পিছু হটতে বাধ্য করেছিল বলবান লাল গরুটি। পরক্ষণেই লড়াইয়ে ফিরে আসে কালো আর ধূসর রংয়ের ছাগলটি। তেজের সঙ্গে নিজের ছোট ছোট দুটি শিং দিয়ে অনবরত গুতো দিতে থাকে। গুতিয়ে গুতিয়ে গরুটিকে একেবারে কোণঠাসা করে দেয়। ছাগলটির তেজি ভঙ্গি আর সাহসের কাছে হার মানে বিশালদেহী জন্তুটি এবং লেজ গুটিয়ে পালিয়ে যায়।
সম্প্রতি এক মিনিটে এই ভিডিওটি ভার্চুয়াল জগতে ঝড় তুলেছে। ছাগলের সাহসিকতায় মুগ্ধ এক দর্শক লিখেছেন,‘আসলে আকার কোনো ব্যাপার না-লড়াইয়ে টিকে থাকার মনোভাবটাই হচ্ছে আসল কথা।’
আর একজন মজা করে লিখেছেন,‘এই সহিংসতা কিছুতেই মেনে নেয়া যায়নি। আমরা বিশালদেহী ষাড়ের এত বড় অপমান এমনি এমনি ছেড়ে দিতে পারিনা।’
এই ভিডিওটি কোথায় এবং কারা ধারণ করেছেন তা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করা হয়, ভারতের কোনো এক স্থানে ছাগল-গরুর এই অভূতপূর্ব লড়াইটি হয়েছিল।
https://youtu.be/zkdjhdR72Oc
মন্তব্য চালু নেই