বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরুর ইন্থেকাল
মাগুরা প্রতিনিধিঃ মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী মরহুম সোহরাব হোসেনের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরু শুক্রবার রাতে ইন্থেকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরু একাত্তরে স্বাধীনতা যুদ্ধকালিন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিনি মাগুরা শহরের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার এপোলো হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।
মন্তব্য চালু নেই