বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বলিউড জুড়ে চলছে গুঞ্জন। এ বিষয়ে এর আগে ক্যাটরিনা কথা বললেও রণবীর ছিলেন নিশ্চুপ। এবার নিজের বিয়ের বিষয়ে মুখ খুললেন রণবীর।

কিছুদিন আগে এ জুটির মধ্যে বাগদানের বিষয়েও শোনা গেছে গুঞ্জন। যদিও দুজনের কেউ এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। সম্প্রতি একটি বই প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। সেখানে ভারতীয় সাংবাদিকরা তাকে তার বিয়ের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি এখনও ঠিক করিনি কবে বিয়ে করব। আমার কাছে সব সময়ই মনে হয়েছে বিয়ে একটি জৈবিক প্রণালী। আমি সেই সকল মানুষের মতো নয়,যারা বলে বয়স এখন ৩২, তাহলে বিয়ে করে ফেলি,অথবা সময় পার হয়ে যাচ্ছে।আমি আমার জীবন নিয়ে অনেক সুখে আছি।’

তিনি আরও বলেন, ‘যখন আমি এবং আমার সঙ্গী মনে করব আমাদের ছেলে-মেয়ে প্রয়োজন এবং জৈবিক প্রণালী অনুযায়ী আমাদের বিয়ে করা দরকার তখন আমি বিয়ে করব।’

এদিকে রণবীর এবং ক্যাটরিনাকে প্রায় বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠভাবে দেখা যায়। সম্প্রতি ক্যাটরিনাকে রণবীরের বোন রীধিমার সঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। সব মিলিয়ে গুঞ্জন ওঠে খুব ‍শিগগিরি বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-ক্যাট জুটি।



মন্তব্য চালু নেই