বিয়ে না করলে কি ইবাদত কবুল হবে?
প্রশ্ন : বিয়ে না করলে কোনো ইবাদত কবুল হয় না—এ কথা কি সঠিক?
উত্তর : এটি শোনা কথা হতে পারে। অনেকটা কুসংস্কারের মতো বলা যেতে পারে, গুজব। হাদিস অনুযায়ী এটি সাব্যস্ত হয়নি। গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় অতিকথন হয়ে যায়। তবে গুরুত্ব রয়েছে, এর কোনো সন্দেহ নেই। হাদিসে রয়েছে, ‘সে ইমানের অর্ধেককে পরিপূর্ণ করল।’ বিয়ে করার ব্যাপারে হাদিসে এ কথা এসেছে। তবে বিয়ে না করলে ইবাদত কবুল হবে না, এ কথা সঠিক নয়। এমন কোনো বক্তব্য হাদিসে আসেনি।
সূত্র: এনটিভি
মন্তব্য চালু নেই