বিয়ে ঠেকাতে এলাহিকাণ্ড মিমের!
সকালবেলা ঘুম থেকে উঠে শৈলী জানতে পারে, তার বাবা প্রবাসী এক পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করেছে। যা শৈলীর প্রত্যাশিত বর/স্বামীর মানদণ্ডে অনেক খাটো ।
তাই এ বিয়ে ঠেকানোর জন্য শৈলী তার খালার সাহায্য নেয়। তার খালা পেশায় একজন অভিনেত্রী। খালার পরিকল্পনা অনুযায়ী- প্রবাসী পাত্রকে দেশে ফেরার পর কিডন্যাপ করানোর জন্য লোক ঠিক করে তারা। এতো আয়োজনের পরও পাত্র হঠাৎ বাসায় এসে হাজির হয় । তারপর ঘটতে থাকে মজার মজার ঘটনা।
অবশেষে আর উপায় না পেয়ে বিয়ে ঠেকানোর জন্য খালাকে নিয়ে নতুন পরিকল্পনা করে শৈলী। এতে আরো অনাকাঙ্খিত ঝামেলায় পড়ে শৈলীর পরিবার। এমতাবস্থায় ঘটনা নতুন দিকে মোড় নেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে শৈলীর বিয়ে শিরোনামের নাটকটি। নাটকটির শৈলী চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
শিখর শাহনিয়াতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- বিদ্যা সিনহা মিম, ডলি জহুর, শ্যামল মাওলা, কাজী উজ্জ্বল, মম শিউলী, দেওয়ান শাওন, শিখা মৌ, রাহিদ রাফায়েল। ২৩ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এ নাটকটি।
মন্তব্য চালু নেই