বিয়ে করলেন রবি চৌধুরী

একাকী জীবনের সমাপ্তি ঘটালেন গায়ক রবি চৌধুরী। ভালোবাসা দিবসের শুভক্ষণেই ভালোবাসার মানুষটির হাত আমৃত্যু ধরে রাখার অঙ্গীকার করলেন তিনি।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিফাত আরা রামিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। পাত্রী রামিজা ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। পরিচয়, বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে- সম্পর্কের বাঁধনের এই চিরায়ত সূত্র ধরেই নবদম্পতির পথচলা। গত চার বছর ধরেই প্রেম করছেন তারা।
ঢাকার মেরুল বাড্ডায় রবি চৌধুরীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ট আত্মীয় স্বজন। বিয়ের পরে নববধুর সঙ্গে ছবি তুলে ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন গায়ক। আরও বলেন, ‘বিয়ের জন্য সুন্দর একটি দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে ভালোবাসা দিসবকে বেছে নিলাম আমরা।’
জানা যায়, কিছুদিনের মধ্যেই জমকালো এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন রবি চৌধুরী।



মন্তব্য চালু নেই