বিয়ে করলেন মিনিশা লাম্বা
শোবিজ অঙ্গনে একের পর এক প্রিয় তারকার বিয়ে খবর পাচ্ছেন ভক্তরা। গত সপ্তাহেই অনেকটা গোপনে বিয়ের পর্ব সেরেছেন হলিউডের তারকা জুটি অ্যাস্টন কুচার ও মিলা কুনিচ। এদিকে বলিউড এ বছরের শুরু থেকেই অভিনেতা শহীদ কাপুরের বিয়ে নিয়ে সরগরম। ৭ জুলাই মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন ৩৪ বছর বয়সী অভিনেতা শহীদ কাপুর, পাত্রী দিল্লীবাসী ২১ বছর বয়সী মিরা রাজপুত।
এদিকে জানা গেছে, বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা অনেকটা গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। ৬ জুলাই সোমবার তিনি তার দীর্ঘদিনের প্রেমিক রাইয়ান থামের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
রাইয়ান থামের আত্মীয় টিভি অভিনেত্রী পুজা বেদী টুইটারে এই বিয়ের খবর ফাঁস করেন।
জুহু নাইটক্লাব ট্রিলজির মালিক রাইয়ানের সঙ্গে মিনিশার গত বছর পরিচয় হয়। নৈশক্লাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন মিনিশা। পরে তাদের পরিচয়পর্ব থেকেই প্রেমের সূত্রপাত হয়।
মন্তব্য চালু নেই