বিয়ে করলেন প্রীতি, কিন্তু বর কে?
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিয়ে নিয়ে অনেক দিন থেকেই চলছিল নানা জল্পনা কল্পনা। সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন প্রীতি জিনতা। পাত্র আর কেউ নন বহুদিনের প্রেমিক জেনে গুডএনাফ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ২৯ ফেব্রুয়ারি সোমবার রাতে (বাংলাদেশে সময় মঙ্গলবার সকাল) লস অ্যাঞ্জেলেসে বিয়ের পর্বটি সারেন প্রীতি জিনতা। এ সময় পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এ অভিনেত্রী।।
প্রীতি জিনতার ঘনিষ্ঠ দুই বন্ধু সুজান খান এবং ডিজাইনার সুরিলি গোয়েলকে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসে। ইন্টাগ্রামে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তারা। দুই দুই চার মিলিয়ে বোঝায় যাচ্ছে প্রীতির বিয়েতে উপস্থিত হতেই সেখানে গিয়েছেন তারা। এদিকে বলিউডের প্রবীণ অভিনেতা কবির বেদি বিয়ে উপলক্ষে প্রীতিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনন্দন জানিয়েছেন।
শোনা গেছে, লস অ্যাঞ্জেলেস থেকে ভারতে ফিরে আগামী এপ্রিলে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করবেন প্রীতি।
তবে বিয়ে নিয়ে এখনো প্রীতি জিনতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মন্তব্য চালু নেই