বিয়ে করলেন আরাবী
অবশেষে প্রেমের পাঠ চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী আরাবী রহমান। শনিবার রাতে আরাবী নিজের ফেসবুক অ্যাকাউন্টে গায়ে হলুদের ছবি প্রকাশ করেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাভেল রহমানের সঙ্গে আরবীর প্রেম দীর্ঘদিনের। আর এই প্রেমের সর্ম্পককে প্রণয়ের রূপ দিতে গত এপ্রিলে দুজনের পারিবারিক সিদ্ধান্তে আকদ সম্পন্ন হয়।
২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগীতায় তৃতীয় রানার আপ নির্বাচিত হওয়ার মাধ্যমে মিডিয়াতে পুরোপুরি ভাবে যাত্রা শুরু করেন আরাবী। তার অভিনীত নাটকগুলোর মধ্যে এয়ারটেল নিবেদিত টেলিফিল্ম `অরুণোদয়ের তরুণদল`, `ইচ্ছে হলো`, `সামান্তা`, `রেডিও চকোলেট`, ‘সাইড ইফেক্ট’,‘ পঞ্চম’ উল্লেখযোগ্য। এছাড়া গ্রামীণফোনের একাত্তরের চিঠি, টেলিটক, নকিয়া ডুয়েল সিম, মেরিল অলিভ অয়েলসহ বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
মন্তব্য চালু নেই