বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে ধরে বেধড়ক প্রেমিকার!

‘ভালোবাসা দিবি কিনা বল’! দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল তাদের মধ্য। কিন্তু, সেই দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে প্রেমিক অন্য কাউকে বিয়ে করতে চাই। আর এই কথা শোনা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারলেন না প্রেমিকা। সবার সামনেই প্রেমিককে ধরে বেধড়ক মারধর শুরু করেন এক তরুণী।

ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে এ ঘটনা ঘটে। সেখানকার জয়পাল সিং স্টেডিয়ামে দাঁড়িয়ে সবার সামনে এক প্রেমিক যুগল ঝগড়া শুরু করে। আচমকাই, সেই ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। আর তারপরই ওই তরুণী সবার সামনেই প্রেমিককে ধরে মারধর শুরু করেন। একের পর এক কিল, চড় পড়তে শুরু করে ওই যুবকের গালে, পিঠে।

এমনকী, স্টেডিয়ামের সবার সামনে দাঁড়িয়েই ওই যুবকের কলার ধরে তাকে পেটাতে শুরু করেন ওই তরুণী। যা দেখে প্রথমে আশপাশের মানুষ অবাক হলেও কেউ কেউ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন। আর সেই দৃশ্য ইন্টারনেটে আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।



মন্তব্য চালু নেই