বিয়ে করছেন অভিনেত্রী শশী
বিয়ে করছেন অভিনেত্রী শারমীন জোহা শশী। বিগত প্রায় দু’বছর ধরে শিগগিরই বিয়ে করছেন শশী- এমন খবর শোনা গেলেও এবার সত্যি সত্যিই বিয়ে করছেন তিনি।
নিজের জীবনের অন্যতম খুশির খবরটি শশী নিজেই জানালেন। তিনি জানান, বাবা-মায়ের পছন্দের পাত্রকেই বিয়ে করতে যাচ্ছেন। যদিও বা এখন তিনি শুটিং নিয়েই বেশি ব্যস্ত কিন্তু তারপরও মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে পাত্র কে, গ্রামের বাড়ি কোথায় এবং পেশাগতভাবে তিনি কি করেন তা এখনই জানান দিচ্ছেন না তিনি।
বিয়ের পাত্র ঠিক হলেও কবে বিয়ে করছেন শশী তা নিয়ে এখনো উভয় পরিবার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
এ শারমীন জোহা শশী বলেন, সবাই এতদিন জিজ্ঞেস করছিলেন কবে বিয়ে করবো। এ প্রশ্নের উত্তর দিতে দিতে অস্থির ছিলাম। এবার হাঁফ ছেড়ে বাঁচা যাবে। কারণ, এবার পারিবারিকভাবেই বিয়েটা অবশেষে করতে যাচ্ছি। আমার বাবা-মা যাকে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করতে যাচ্ছি। তবে আপাতত তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে চাচ্ছি না। সময় হলেই সবাইকে জানান দিয়ে বিয়ে করবো। আর একটি বিশেষ কথা না বললেই নয়, মিডিয়ায় আমার অভিভাবক বা বড় বোন হচ্ছেন আমাদের রংপুরের অভিনেত্রী রিচি আপু। তিনি যখন দেশে থাকবেন সেই সময়েই আমি বিয়ে করবো। কারণ, আমার বিয়েতে রিচি আপু থাকবেন না এটা আমি মেনে নিতে পারবো না। তাই বিয়েটা আমি রিচি আপু আমেরিকা থেকে দেশে আসার পরপরই করবো, ইনশাআল্লাহ।
কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যান তিনি।
মন্তব্য চালু নেই