বিয়ের সিঁড়িতে পা রাখছেন শ্রাবন্তী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ৮ জুলাই প্রেমিক কৃষাণ ব্রজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করবেন নায়িকা।
এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘আমি আগামী ৬ জুলাই ফিরবো। এর দুই দিন পর ৮ জুলাই আমার বাগদান হবে। তাই আমার পরিবার সব প্রস্তুতি নিচ্ছে। ওইদিন সকালে বাড়িতে পূজা হবে। তখন বাবার দেওয়া লাল শাড়ি পরবো।’
এদিকে বাগদান উপলক্ষ্যে পরস্পরকে দেয়ার জন্য উভয়েই হীরের আংটি কিনেছেন। বাগদান অনুষ্ঠানে ‘এগিয়ে দে’, ‘ও মাই লাভ’ এর মতো শ্রাবন্তী অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় গানের তালে তার সঙ্গে কৃষাণও নাচবেন।
জানা যায়, বাগদানের পর ইউরোপে বেড়াতে যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই দু’জনে একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আগামী বছরই সাত পাঁকে বাঁধা পড়বেন তারা।
উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
মন্তব্য চালু নেই