বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, মোবাইলে এই ৫ টি অ্যাপ আছে তো?

বিয়ের প্রস্তুতি তো শুরু করে দিয়েছেন। কিন্তু মোবাইলে এই ৫ টি অ্যাপ আছে তো? না থাকলে আজই জেনে নিন বিয়ের আগে কোন কোন অ্যাপ কাছে থাকা মাস্ট।

১) এভারনোট

শপিং, অতিথি কিংবা মেনু। বিয়ে মানে এ সবের লিস্ট নিয়ে জেরবার হতে হয়। এর থেকে বাঁচতে চট করে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

২) ফিটোক্রাসি

বিয়ের দিন নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে কে না চায়। আর এই কাজে আপনাকে সাহায্য করতে এই অ্যাপটি।

৩) মিন্ট

আপনার বাজেট অনুযায়ী আপনাকে ঠিকঠাক চলতে সাহায্য করবে এই অ্যাপটি। একই সঙ্গে এটাও জানাবে যে কোন কোন দিকে প্রথম এবং সবচেয়ে বেশি খরচ করা উচিত।

৪) ওয়েডপিকস্‌

এই অ্যাপ সঙ্গে থাকলে আপনিও হয়ে উঠতে পারেন এক জন ‘প্রফেশনাল’ ফটোগ্রাফার। দারুণ দারুণ ছবি তুলে চমকে দিতে পারেন সকললে।

৫) গ্রুপ কমিউনিকেশন

এই ফ্রি অ্যাপটি আপনাকে পরিবারের সকলের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করবে। নিজেদের মধ্যে শেয়ার করে নিতে পারেন প্রতিটা মুহূর্তকে।



মন্তব্য চালু নেই